• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

রুপগঞ্জে সেনাকর্মকর্তা পরিচয়ে প্রতারণার চেস্টা, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫, ০০:১৩ পূর্বাহ্ণ
রুপগঞ্জে সেনাকর্মকর্তা পরিচয়ে প্রতারণার চেস্টা, যুবক গ্রেফতার

রুপগঞ্জে তিনশ’ ফিট সড়কের চেকপোস্টে নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম সা অং প্র মারমা। তিনি রাঙামাটি জেলার কাউখালী থানার বেতবুনিয়া বড় বিলি পাড়া এলাকার তুই অং পু মারমার ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, শনিবার সকালে তিনশ’ ফিট এলাকায় যানবাহনে তল্লাশির জন্য চেকপোস্ট বসায় রূপগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় একটি গাড়িতে থাকা সা অং প্র মারমা নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে তল্লাশি না করার অনুরোধ জানান। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে। যাচাই-বাছাই শেষে জানা যায়, তিনি সেনাবাহিনীর সদস্য নন; বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন।

পুলিশ তার কাছ থেকে একটি ভুয়া সেনা পরিচয়পত্রও উদ্ধার করে। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ওসি লিয়াকত আলী আরও জানান, সেনা কর্মকর্তার মিথ্যা পরিচয় প্রদান ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হবে।