• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়নগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

স্টাফ রিপোর্টার
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ১৯:১২ অপরাহ্ণ
নারায়নগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

নারায়নগঞ্জে জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমানে দায়িত্ব পালনরত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

 

বুধবার (২৬ নভেম্বর)  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রদবদলের বিষয়টি জানানো হয়।

এর আগে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় নির্বাচনকে ঘিরে লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়।