নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত করেছে বিএনপি। কৃষকদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক শহিদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানায়। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভংগের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তার পদ স্থগিত করা হয়েছে। উল্লেখ্য কিছুদিন আগে ফতুল্লার গিরিধারা এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় ৩ সাংবাদিককে অবরুদ্ধ করে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু শাহাদাত হোসেন। তার বিরুদ্ধে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে মানুষের সম্পত্তি দখল সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।