পূর্ব শত্রুতার জেরে ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় রায়হান(৪৫) নামের এক যুবককে(বাবুর্চি) কুপিয়ে হত্যা করেছে চিহ্নিত মাদকব্যবসায়ীরা। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টায় এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন জানান, পূর্ব শত্রুতার জেরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজ্জাক ও সহযোগীর একা পেয়ে রায়হানকে উপর্যুপরি কুপিয়ে রাস্তায় ফেলে রাখে।পরে স্থানীয় এলাকাবাসী তাকে দ্রুত ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, নিহত রায়হান পেশায় বাবুর্চির কাজ করতেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।