নারায়নগঞ্জের ফতুল্লায় দাবীকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পাওয়ায় লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আলমগীর হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফতুল্লার তল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলমগীর হোসেন সহ পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ৫-৬ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন। মামলা নং ৫০ (২৪-১০-২০২৫)
মামলার সুত্রে জানা যায়, ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় ব্যবসায়ী জসিম উদ্দিদের নির্মানাধীন ভবনে আলমগীর হোসেনের নেতৃত্বে মিন্টু, হায়দার, আমির হোসেন, বাবু সহ অজ্ঞাত আরও ৫-৬ জন পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে। এলাকায় কোন ভবন নির্মাণ করতে হলে তাদের চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। দাবীর পাঁচ লাখ টাকা না দেওয়ায় গত ২৩ অক্টোবর বিকেলে জসিম উদ্দিন নির্মাণাধীন ভবনে গিয়ে তাকে গালিগালাজ করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে নগদ চার হাজার টাকা এবং মোবাইল নিয়ে যায়। না দিলে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।