• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়নগঞ্জে বুধবার রাত থেকে ৪৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫, ০২:২০ পূর্বাহ্ণ
নারায়নগঞ্জে বুধবার রাত থেকে ৪৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নারায়নগঞ্জের সদর উপজেলার ফতুল্লা,এনায়েতনগ,কাশীপুর কুতুবপুর ইউনিয়ন এলাকায় আগামী বুধবার (২৯ অক্টোবর)রাত ১০ টা থেকে টানা ৪৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, বাখরাবাদ- সিদ্ধিরগঞ্জ, বাখরাবাদ-ডেমরা, নরসিংদী- সিদ্ধিরগঞ্জ সঞ্চালন লাইন তিনটির মধ্যে হরিপুর টিবিএস-এ যাবতীয় আন্ডারগ্রাউন্ড ইন্টারলিংক গুলো অপসারণ কার্যক্রম সম্পন্ন হবে। অপসারণ চলাকালীন সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসময়ে গ্রাহকদের ধৈর্য্য ধারন করে তিতাস কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।