নারায়নগঞ্জের সদর উপজেলার ফতুল্লা,এনায়েতনগ,কাশীপুর কুতুবপুর ইউনিয়ন এলাকায় আগামী বুধবার (২৯ অক্টোবর)রাত ১০ টা থেকে টানা ৪৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২৭ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
তিতাস কর্তৃপক্ষ জানায়, বাখরাবাদ- সিদ্ধিরগঞ্জ, বাখরাবাদ-ডেমরা, নরসিংদী- সিদ্ধিরগঞ্জ সঞ্চালন লাইন তিনটির মধ্যে হরিপুর টিবিএস-এ যাবতীয় আন্ডারগ্রাউন্ড ইন্টারলিংক গুলো অপসারণ কার্যক্রম সম্পন্ন হবে। অপসারণ চলাকালীন সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসময়ে গ্রাহকদের ধৈর্য্য ধারন করে তিতাস কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।