• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৯ মাস পর ফের চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ১৮:৫১ অপরাহ্ণ
৯ মাস পর ফের চালু হচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আগামী ৪ মে থেকে পুনরায় চালু হতে যাচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়। দীর্ঘদিন বন্ধ থাকায় সাধারণ পাসপোর্ট প্রার্থীরা ভোগান্তির শিকার হয়ে আসছেন। বন্ধ থাকায় নারায়ণগঞ্জ অঞ্চলের মানুষের পাসপোর্ট করতে যেতে হতো থানাভেদে নরসিংদী, মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জ। পাসপোর্ট অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জামাল হোসেন জানান, এ অঞ্চলের মানুষের জন্য সুখবর যে, সংস্কার কাজ শেষ করে মে মাসের ৪ তারিখ আনুষ্ঠানিক ভাবে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে। এলক্ষে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রসংগত, গতবছরের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা আগুন দিয়ে পাসপোর্ট অফিস পুড়িয়ে দেয়। এতে পাসপোর্ট অফিসে থাকা গুরুত্বপূর্ণ নথি ও ভবনের ব্যাপক ক্ষতি হয়। একপর্যায়ে বন্ধ ঘোষণা করা পাসপোর্ট কার্যক্রম।