• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ ৯ নং ওয়ার্ডে ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত মে ৪, ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ণ
সিদ্ধিরগঞ্জ ৯ নং ওয়ার্ডে ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯নং ওয়ার্ডে ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ মে) রাতে নাসিক ৯ নং ওয়ার্ডের গাউছুল আজম জামে মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি রমজান হোসেন।

ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুহাঃ আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সভাপতি আলহাজ্ব মুহাঃ সিরাজ মোল্লা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক মুহাঃ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাঃ সিরাজ মোল্লা
বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন সম্ভব নয়। শ্রমিকের সাথে মালিকের সুসম্পর্ক বজায় থাকলে উৎপাদনে সমৃদ্ধি আসবে এবং সবাই সে শান্তি ভোগ করতে পারবে।বক্তব্য শেষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাসিক ৯ নং ওয়ার্ড শাখার, বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে, ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নব কমিটিতে মুহাঃ রমজান হোসেনকে সভাপতি, ডা. মুহাঃ জাহাঙ্গীর আলমকে সহ-সভাপতি, মুহাঃ আব্দুল কুদ্দুছকে সাধারণ সম্পাদক এবং মুহাঃ কবির হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনে সকলের সহযোগিতা কামনা করেন।