প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ পদপ্রার্থী হযরত মাওলানা দ্বীন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির সহ-সমন্বয়কারী ওমর ফারুক।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক এড. শফিকুল ইসলাম, প্রধান সমন্বয়কারী সোহেল প্রধান, সহ-সমন্বয়ক কারী মুহাম্মাদ জুবায়ের হোসেন, অর্থ সমন্বয়কারী মামুনুর রশীদ।
মাওলানা দ্বীন ইসলাম বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনকে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। জনগণ সোনার বাংলা ও সবুজ বাংলা দেখেছে, কিন্তু ইসলামের বাংলা দেখে নাই। তাই পীর সাহেব চরমোনাইয়ের আহবানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”
সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, দক্ষিণ সেক্রেটারি আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন, দ্বীনি সংগঠন সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ রহিম উদ্দিন, আইম্মা পরিষদ সভাপতি মাওলানা শামসুজ্জামান, দক্ষিণ থানা শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, উত্তর থানা শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক, যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ শাহিদুর রহমান, শিক্ষক ফোরাম সভাপতি হাফেজ ইয়াসিন আরাফাত ও ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ আমীর হামজা।

