নারায়নগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা এক যুবক পুলিশের হাতে আটক হয়েছেন। আটককৃত যুবকের নাম আরিয়ান। আটক হওয়া যুবক কক্সবাজার জেলার উখিয়া ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে তাকে নারায়নগঞ্জের ফতুল্লার ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের অবস্থিত পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশী সেজে দালালদের মাধ্যমে পাসপোর্ট করতে আসার খবর পেয়ে আরিয়ান নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তাকে কারা কাগজ পত্র দিয়ে সহযোগিতা করেছে তদন্ত করে দেখা হচ্ছে। প্রমান সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।