সম্প্রতি আড়াইহাজারে বেপরোয়া গতির ফলে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহতের ঘটনা ঘটেছে।
ঘাতক ট্রাকচালক আবুল কাশেম (২৮) কে আটক করেছে র্যাব-১১। সোমবার (১৮ আগস্ট) নরসিংদির ঘোড়াশাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১২ আগস্ট আড়াইহাজারে বিশনন্দী কড়ইতলী এলাকায় রামচন্দ্রেদী ব্রিজের পাশে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নারায়ণগঞ্জ থেকে বিশনন্দী ফেরিঘাটে আসা একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ জন যাত্রী নিহত হয়।
এনডি/এএসপিআর