• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ জেলা ক্যাবের সভাপতি মাজহার হোসেন মাজুম আর নেই

দিগন্ত ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১৫:৩৫ অপরাহ্ণ
নারায়ণগঞ্জ জেলা ক্যাবের সভাপতি মাজহার হোসেন মাজুম আর নেই

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি, নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য, বিশিষ্ট সমাজসেবক মাজহার হোসেন মাজুম(৭২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। পারিবারিক সূত্র জানা যায়, গত রবিবার ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯ টায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ কয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একাধারে বিভিন্ন সংগঠনে সুনামের সহিত নেতৃত্ব দিয়ে আসছিলেন।