• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চাষাড়ায় শিক্ষার্থীদের উপর ইজিবাইক চালকদের হামলা ; আহত ২০

স্টাফ রিপোর্টার
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ণ
চাষাড়ায় শিক্ষার্থীদের উপর ইজিবাইক চালকদের হামলা ; আহত ২০

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছে ব্যাটারি চালিত ইজি বাইক চালকরা। এ নিয়ে ইজিবাইক চালকদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ইজিবাইক চালকরা প্রায় ২ ঘন্টা নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড অবরোধ করে রাখেন। এতে পুরো শহরে ব্যপক যানজট সৃষ্টি হয়।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর)  সকাল ১১ টায় চাষাড়া ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনার সুত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও ইজিবাইক চালকদের সাথে জেলা প্রশাসকের বৈঠকে বিষয়টি সমাধান করা হয়।

 

স্থানীয় এলাকাবাসী জানান, সংঘর্ষের সময় ইজিবাইক চালকরা তাদের সিটের নিচে লুকিয়ে রাখা লাঠিসোটা, রড, দিয়ে ছাত্রদের উপর করে। তাদের ধারণা চাষাড়ায় তাদের ইজিবাইক ঢুকতে বাঁধা দেওয়ার ফলে তারা সংঘবদ্ধ হয়ে লোহার পাইপ লাঠিসোঁটা নিয়ে পরিকল্পিত ভাবে শিক্ষার্থীদের উপর হামলা করে। শিক্ষার্থীরা প্রতিরোধ করার চেস্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রুপ নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা ইজিবাইক চালকদের চাষাড়ায় ঢুকতে বাঁধা দেওয়ার চেস্টা করলে দ্বন্দ্বের সুত্রপাত হয়। এ নিয়ে ইজিবাইক চালকরা সংগঠিত হয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ শুরু। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ আহত হয়।

ইজিবাইক চালকদের একজন জানান, আমাদের চাষাড়ায় ঢুকতে দেওয়া হয়নি। না দিয়ে উল্টো গাড়ির গ্লাস ভেঙে ফেলে।আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করতে গেলে শিক্ষার্থীদের আমাদের উপর চড়াও হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা আমাদের কয়েকজনকে মারধর করে।