ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও পায়নি প্রত্যাশিত সংগ্রহ। অধিনায়ক লিটন টসের সময় ১৬০ রানের উইকেট বললেও বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৫৪। লিটনের চাওয়া ব্যাটাররা পুরোপুরি পূর্ণ করতে না পারলেও আস্থার প্রতিদান দিয়েছেন বোলাররা। তাদের দারুণ বোলিংয়ে আফগানিস্তান অলআউট হয় ১৪৬ রানে। তাতে ৮ রানে জয়ে টিকে থাকল বাংলাদেশের সুপার ফোরে খেলার আশা। আগামী ম্যাচে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার খেলার জয়-পরাজয়ের উপর তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের।