• ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বনানীতে সিসা বারে অভিযান : বিপুল পরিমাণ সিসা জব্দ

দিগন্ত ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ণ
বনানীতে সিসা বারে অভিযান : বিপুল পরিমাণ সিসা জব্দ

রাজধানীর বনানীতে হাবানা সিসা বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ওই সিরা বারে অভিযান শুরু হয়। ইতোমধ্যে বিপুল পরিমাণ সিসা ও হুক্কা জব্দ করা হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রোপলিটন উত্তর কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, বুধবার সন্ধ্যার পর গোপন সংবাদে বনানীর ১৭ নম্বর রোডের ডেল্টা ডালিয়া বিল্ডিংয়ের হাবানা সিসা বারে এ অভিযান শুরু হয়। সিসা বারটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে হুক্কা ছাড়াও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য পরিবেশন করা হচ্ছিল।