• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় নিহত যুবদল নেতা ইব্রাহিমের পরিবারের পাশে মামুন মাহমুদ

ফতুল্লা প্রতিনিধি
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ণ
ফতুল্লায় নিহত যুবদল নেতা ইব্রাহিমের পরিবারের পাশে মামুন মাহমুদ

নারায়নগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডর নিহত যুবদল নেতা ইব্রাহিমের পরিবারের খোঁজ খবর নিতে তার বাসায় যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ। এসময় তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে ইব্রাহীমের পরিবারের কাছে আর্থিক অনুদান তুলে দেন।

 

শুক্রবার (০৩ অক্টোবর) আসরের নামাজ শেষে হাজীগঞ্জে নিহত ইব্রাহিমের জন্য আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মামুন মাহমুদ। এসময় তার সাথে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সেক্রেটারি এড বারী ভুঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মামুন মাহমুদ বিলেন, নিহত যুবদল নেতা ইব্রাহিম বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। গনতন্ত্র ও ভোটাধিকার উদ্ধারের জন্য সে তার জীবন উৎসর্গ করেন। বিএনপি তার এই অবদান ভুলবে না। বিভিন্ন সুবিধা অসুবিধায় ইব্রাহিমের পরিবারের পাশে থাকবে বিএনপি।

 

২০২৩ সালের অক্টোবরে ঢাকার মহাসমাবেশে ইব্রাহিম পুলিশের নির্মম নির্যাতনের শিকার হন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩ সেপ্টেম্বর মারা যান।