• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় ড্রামের ভেতর অজ্ঞাত লাশ উদ্ধার

ফতুল্লা প্রতিনিধি
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ১৬:৩৫ অপরাহ্ণ
ফতুল্লায় ড্রামের ভেতর অজ্ঞাত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তক্কারমাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘মরদেহটি একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে যায়। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন টিম পরিচয় ও হত্যার রহস্য উদঘাটনের জন্য আলামত সংগ্রহ করেছে।’

আনোয়ার হোসেন আরও বলেন, ‘নিহতের নাম ও পরিচয় জানার পর বিস্তারিত বলা যাবে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।’