• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫, ১৭:০৭ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের নুর মোহাম্মদের বাড়ি থেকে শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন, সিনথিয়া আক্তার (২০) ও তার স্বামী সাব্বির হোসেন (২২)। তাদের সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, সোনারগাঁ উপজেলার দারোগোল্লা গ্রামের ইজিবাইক চালক সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিলো। তাদের দুজনের শ্বশুরবাড়ির লোকজন একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে। সকাল তাদের ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা গিয়ে ডাকাডাকি করে। কিন্তু তাতেও দরজা না খোলায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

 

পারিবারিক চাপে তারা দুজন আত্মহত্যা করেছে বলে ধারণা সোনারগাঁ থানার ওসি রাশেদুল হাসান খানের।

তিনি বলেন, দুটি মরদেহ একটি ওরনার দুপাশে থেকে ঝুলন্ত উদ্ধার করা হয়। দেখে ধারণা করা হচ্ছে তারা এক সঙ্গে আত্নহত্যা করেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রহস্য উন্মোচন হবে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।