• ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫, ২০:৪৫ অপরাহ্ণ
৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার পর এ তথ্য জানিয়েছেন। শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৪ টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

মোস্তফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের কর্মসূচি এবং তারিখ ঘোষণা করবেন। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশ (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আগামী ৫ই আগষ্টের মধ্যে নির্বাচনের বিষয়ে যাবতীয় সবকিছু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানাবেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মুঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, প্রধান উপদেষ্টা চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার করার কথা বলেছেন। আমরাও আমাদের দাবির বিষয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছি।