সিদ্ধিরগঞ্জে একটি হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগারে প্রেরণ করেছে আদালত
বুধবার (১৩আগস্ট) রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন নারায়নগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া সারমিনের আদালত।
রিমান্ড শেষে আদালত তাকে পূনরায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
নারায়নগঞ্জের কোর্ট পুলিশের ইনস্পেক্টর আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে জানান, সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা হত্যা মামলার যাহার নাম্বার ১৬ (০৮) ২৪ শুনানির জন্য কড়া নিরাপত্তায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করে তদন্ত সংস্থা সিআইডি।