• ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দরে বৈষম্য বিরোধী মামলায় যুবলীগ সন্ত্রাসী বাপ্পী গ্রেফতার

বন্দর প্রতিনিধি
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ণ
বন্দরে বৈষম্য বিরোধী মামলায় যুবলীগ সন্ত্রাসী বাপ্পী গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা সন্ত্রাসী বাপ্পী(৩৫) কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

গ্রেফতারকৃত বাপ্পী বন্দর নবীগঞ্জ এলাকার মাজহারুল ইসলামের ছেলে। যুবলীগ নেতা বাপ্পীকে ৩(১১)২৪ নং মামলায় শনিবার+১৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর গত ১২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বন্দর থানার ওসি অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, অপারেশন ডেভিড হান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।