নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের ছবি সংবলিত ব্যানার বিলবোর্ড থেকে ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।
সরোজমিনে ঘটনাস্থলে ঘুরে দেখা যায় ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ভুইগড় শিকদার পাম্পের কাছে একটি বিলবোর্ড দীর্ঘদিন শোভা পাচ্ছিলো খালেদা জিয়া, তারেক রহমানের ছবির সাথে মামুন মাহমুদের ছবিযুক্ত ব্যানার।
সোমবার (২৭ জুলাই) রাতের আঁধারে দুষ্কৃতকারীরা বিলবোর্ড উঠে মামুন মাহমুদের ছবিযুক্ত ব্যানার ছিড়ে ফেলে।
ব্যানারটি লাগিয়েছেন মামুন মাহমুদের অনুসারী নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য কাজী মাজেদুল হক মাজু।
ব্যানার ছিড়ে ফেলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এতে করে মামুন মাহমুদের অনুসারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নেতাকর্মীরা বলছেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ অত্যন্ত পরিচ্ছন্ন ইমেজের নেতা। দীর্ঘদিন তিনি রাজনীতি করে আসছেন। দলীয় কর্মী ছাড়াও সাধারণ মানুষের কাছে তিনি গ্রহনযোগ্য। সাধারণত নির্বাচন এখনো অনেক দূরে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি আ.লীগের নেতাকর্মীদের কার্যক্রম নেই বললেই চলে। তাদের ধারণা এই ব্যানার ছিড়ে ফেলার পেছনে নিজ দলীয় প্রতিপক্ষের হাত থাকতে পারে। ব্যানার ছিড়ে ফেলার মত নিচু মন-মানসিকতা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। এ ঘটনায় তারা তীব্র ক্ষোভ ও ধিক্কার জানাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতা জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৪ (সিদ্ধিরগঞ্জ -ফতুল্লা) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অধ্যাপক মামুন মাহমুদ। ক্লিন ইমেজের নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের জনপ্রিয়তায় ভীত হয়ে দলীয় রাজনৈতিক প্রতিপক্ষ ব্যানার ছিড়ে ফেলার মত এমন ন্যাক্কারজনক কাজটি ঘটিয়ে থাকতে পারে। তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
এনডি/এএসপিআর