সিদ্ধিরগঞ্জে সাত কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (০১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার পুল কাঠপট্টি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার কৃত মনির হোসেন(৪২) সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি এলাকার মৃত আবদুল লতিফের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রাশেদুল ইসলাম জানান, আটককৃত মনির দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা কিরে আসছিলো গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।