নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় লেক থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে বারোটায় লেকের পানি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সদর মডেল থানার উপ-পরিদর্শক মাসুম লাভলু জানান, লেকের পানিতে যুবকের মরদেহটি ভাসতে দেখে স্থানীয় পুলিশকে খবরদেয়। পরে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহতের নাম-পরিচয় সনাক্ত ও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।