• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে জখমের ঘটনায় ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ণ
জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে জখমের ঘটনায় ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করেছে সন্তানরা। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে তার সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, রোববার (২৭ এপ্রিল) দুপুরে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় বাড়ির সামনে প্রকাশ্যে রাস্তায় ফেলে ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে রক্তাক্ত করে তার ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম এবং মেয়ে হালিমা আক্তার।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, সন্তানদের জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে জখম করার ঘটনায় ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।